আধুনিক তথ্য ও প্রযুক্তি-জ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরি এবং এই এলাকার শিক্ষা বিস্তারের লক্ষ্যে লক্ষ্মী নারায়ণ কটন মিলস্ উচ্চ বিদ্যালয় নিরলসভাবে নানামুখী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। মুক্ত চিন্তার প্রকাশ এবং প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি গর্বের সঙ্গে যুগ যুগ অতিক্রম করছে। অনেক শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহন করে জীবনের বৃহত্তর ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে এবং হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ আন্দোলনে প্রথম সারির সহযাত্রী হতে পেরে আমরা গর্বিত। আজ থেকে আমাদের প্রিয় লক্ষ্মী নারায়ণ কটন মিলস্ উচ্চ বিদ্যালয় একটি স্মার্ট ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করল। প্রযুক্তিময় এই পথচলায় অংশীদার হতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত।
পরিশেষে, এই সফলতার অন্যতম সহযোগী হিসেবে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা ।
বিকাশ চন্দ্র দাস
প্রধান শিক্ষক
লক্ষ্মী নারায়ণ কটন মিলস্ উচ্চ বিদ্যালয়
Total Visitors:
Current Users: